প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০ ২০:৪৪

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামনগর গ্রামের নুর ইসলামের ছেলে জনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে পাঁচবিবি শহরের কাদেরীয়া পাড়া এলাকায় এঘটনায় ঘটে। এঘটনায় মঙ্গলবার নিহতর বাবা রবিউল আলম (লিটু) বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১/ ১০-০৮-২০ ইং

থানায় মামলা সূত্রে জানাযায়, গত (৬ আগস্ট) রাতে স্ত্রী সুমাইয়া আক্তারকে বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা যৌতুক আনতে বলে স্বামী। টাকা আনতে অপারগতা জানালে স্বামী জনি ও তাঁর ভাই মেহেদী হাসান (২৮) এর সহযোগীতায় স্ত্রীকে ঘরের দেওয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত (৮ আগস্ট) শনিবার রাতে মারা যান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে