জলাবদ্ধতা-ফসলহানীসহ জনদুর্ভোগ কালাইয়ে ফিডমিল পরিচালনায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগ
জয়পুরহাটের কালাই পরিবেশ নীতিমালা অমান্য করে ‘কোয়ান্টাম ফিডমিল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালনা করার অভিযোগ উঠেছে। কারখানাটি এলাকাবাসীর জন্য দুর্ভোগ ও বিড়ম্বনার করণে পরিণত হয়েছে, বলেও জানা গেছে।সরেজমিন জানা গেছে,উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ‘কোয়ান্টাম ফিডমিল লিমিটেড’টি অবস্থিত। সেখানকার হাজীপাড়া গ্রামের আবুল হোসেন,আনোয়ার হোসেন,আমির ও আবু তাহের,সুড়াইলের মজিবর,নিশ্চিন্তার আব্দুল মান্নান ও নান্নুসহ অনেকেই জানান, কোয়ান্টাম ফিডমিল আশেপাশে তাদের ফসলি জমি আছে।
তাদের অভিযোগ, ফিডমিল কর্তৃপক্ষ কারখানাটির দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত পানি নিষ্কাশণের প্রসস্ত খাল ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, এর ফলে ক্ষতিকর গ্যাস ও বর্জে নিটকবর্তী জমির ফসল হানি হচ্ছে; মিল চলাকালিন সময়ে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ট হচ্ছেন তারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে ফিডমিলের ব্যবস্থাপনা পরিচালনা পরিচালককে (এমডি) মৌখিকভাবে জানিয়েও কোন লাভ হয়নি। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ‘কোয়ান্টাম ফিডমিলে’র ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান জানান, তার দায়িত্ব পালনকালে দু-একজন কৃষক তার সামনেই এমডিকে দুর্ভোগ বিষয়ে জানালে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তবে আনীত অভিযোসমূহ অস্বীকার করেছেন ‘কোয়ান্টাম ফিডমিলে’র এমডি রেজাউল করিম সুমন। তার দাবি, তাদের কারখানার বর্জ বাইরে যায়না। কারণ, তাদের কোন বর্জ নাই। তাকে কেউ অভিযোগ করেনি। তবে, খালের পানি নিষ্কাষণের জন্য তারা নালা করে দিয়েছেন। এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেবারক হোসেন জানান, পরিবেশের ক্ষতি করে, ফসল হানি করে বা পরিবেশ আইন অমান্য করে কোন কারখানা পরিচালনা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন
