প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৯:১১

গৃহবধূ ধর্ষণের দায়ে যুবক আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গৃহবধূ ধর্ষণের দায়ে যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নবীউল ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার ধরঞ্জী বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এঘটনায় ওই গৃহবধূ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ প্রতিবেশী দুলাল নামে এক দর্জির বাড়িতে কাপড় নেওয়ার জন্য যাওয়ার পথে বখাটে নবীউল কৌশলে ওই গৃহবধূকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করেন। এদিকে স্ত্রীকে বাড়িতে দেখতে না পেয়ে স্বামী বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে। পরে গৃহবধূর স্বামী ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় স্ত্রীর চিৎকার শুনতে পায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্বামী। পরে থানায় মামলা করলে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে আটক করে। বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে