প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৯:১৪

নিরাপত্তার স্বার্থে জয়পুরহাটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

জয়পুরহাট ব্যুরোঃ
নিরাপত্তার স্বার্থে  জয়পুরহাটে বিট পুলিশিং কার্যালয়ের  উদ্বোধন

বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং,বাল্য বিবাহও যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে জয়পুরহাটের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে স্থাপন করা হচ্ছে  বিট পুলিশং কার্যালয়। এ উপলক্ষে ১২ আগস্ট দুপুরে জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকায় প্রথম বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

পরে আলোচনা সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তৃতা করেন- জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শাহরিয়ার খান, উপ-পুলিশ পরিদর্শক (বিট অফিসার)  জাকির আল আহসান, কাউন্সিলর ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন- চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিং এর বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ অফিস সামজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমউিনিটি পুলিশিং সদস্যরা এক যোগে কাজ করে যাবে। উদ্দেশ্য বাস্তবায়নে জেলায় মোট ৪৪টি বিট অফিস স্থাপন চুরান্ত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে