প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০ ১৩:৫০

কালাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
কালাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উপলক্ষে কালাইয়ে অসহায়  প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  ২০১৯-২০২০ অর্থবছর এডিপি অর্থায়নের  আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানান বয়সের ১২ জন নারী-পুরুষ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. রওশন আলম, উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। বিতরণ শেষে কালাই উপজেলার নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে