প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০ ২২:০১

দূর্নীতিগ্রস্থ নেতার বিরুদ্ধে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদসভা

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
দূর্নীতিগ্রস্থ নেতার বিরুদ্ধে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদসভা

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২আগষ্ট) বিকেল ৪টায় খানপুর দ্বী-মূখি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে এই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে শুরু করা হয় আলোচনা। সভায় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সা: সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত দূর্নীতির বিভিন্ন সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতাকর্মীরা। গত ৪আগষ্ট প্রতিবন্ধী ও বিধবা ভাতাসহ অন্যান্ন ভাতাভোগীদের কাছথেকে উৎকোচ গ্রহনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনের কথাও উল্লেখ করেন বক্তারা।

উক্ত মানববন্ধনে উৎকোচ গ্রহনের ব্যাপারে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন প্রমানের চেষ্টায় যে সংবাদ সম্মেলন তিনি করেছেন, তার প্রতিবাদেই এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।  ইউনিয়ন আওয়ামী লীগের সা: সম্পাদকের বিরুদ্ধে এমন দূর্নীতি প্রকাশ পাওয়ায় আওয়ামী লীগের সুনামক্ষুন্ন হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়াও দূর্নীতিগ্রস্থ এই নেতার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা এবং সকল কর্মকান্ডে এই নেতাকে বয়কট করার সিদ্ধান্ত উপস্থাপন করেন নেতা কর্মীরা।

উক্ত সভায় বক্তব্য রাখেন, উইনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, আবুতাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মমতাজুর রহমান খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম হোসেন সহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে