প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৮:৫৫

বগুড়ায় করোনা জয়ী ৫৯ পুলিশ অন্যদের জীবন বাঁচাতে প্লাজমা দিতে ঢাকায় ছুটলেন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় করোনা জয়ী ৫৯ পুলিশ অন্যদের 
জীবন বাঁচাতে প্লাজমা দিতে ঢাকায় ছুটলেন

করোনা থেকে সেরে উঠবার পর এবার অন্যদের জীবন বাঁচাতে প্লাজমা দিতে ঢাকায় ছুটলেন বগুড়ার ৫৯ জন পুলিশ সদস্য। ঢাকায় গিয়ে তারা করোনায় আক্রান্ত মুমুর্ষু রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দান করবেন। রবিবার বেলা ১১ টায় বগুড়া পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যরা রওনা দেন। এসময় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম বার ওই পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান। 

জানাগেছে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাজ করতে গিয়ে বগুড়া জেলা পুলিশে কর্মরত ১৪৯ সদস্য করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে ১১৭ জনের এন্টিবডি টেস্ট করা হয়। এরমধ্যে ৫৯ জন প্লাজমা দেয়ার জন্য উর্ত্তীর্ণ হন। 
সম্প্রতি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বগুড়ায় আসা একটি মেডিকেল টীম করোনা জয়ী পুলিশ সদস্যদের এন্টিবডি পরিক্ষায় ৫৯ জন উত্তীর্ণ হন। তাদেরকে প্লাজমা দানের জন্য রবিবার ঢাকায় পাঠানো হয় ৪০ জনকে এবং ১৯ জন যাবেন সোমবার ১৭ আগস্ট। 

এ উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই সারাদেশের মত বগুড়ায় পুলিশ সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি সামাজিক ও মানবিক অনেক দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে থেকে এসব কাজ করতে গিয়ে দেড়শ' পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। একজন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে গিয়ে। তিনি বলেন করোনা জয় করেও পুলিশের দায়িত্ব শেষ হয়নি। যাদের এন্টিবডি তৈরী হয়েছে প্লাজমা দান করবেন। পুলিশের দান করা এই প্লাজমা করোনায় আক্রান্ত একজন মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, আব্দুর রশিদ, আলী হায়দার চৌধুরী, তাপস কুমার পালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

 

উপরে