জাতীর পিতার রক্ত যেন বৃথা না যায়
![জাতীর পিতার রক্ত যেন বৃথা না যায়](./assets/news_images/2020/08/16/CB20081603.jpg)
এক সময়ের তুখোর ছাত্রনেতা, গোবিন্দগঞ্জ পৌর সভার তিন বারের সফল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত যেন বৃথা না যায়। যে স্বপ্ন বুকে নিয়ে জাতির পিতাকে ঘাতকের বুলেটে জীবন দিতে হয়েছে,সেই স্বপ্ন পুরুনে সাধ্যের সবটুকু উজার করে তিনি মানুষের কল্যানে কাজ করে যাবেন। গত ১৫ আগষ্ট শনিবার গোবিন্দগঞ্জ পৌর সভার আয়োজনে স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এক আলোচনা সভায় মেয়র আতাউর রহমান সরকার উপরোক্ত কথাগুলো বলেছেন।
দুপুর ১ টায় গোবিন্দগঞ্জ পৌর সভার মিলনায়তনে পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর জোবায়দুর রহমান বিশা, আমির হোসেন সোনা মিয়া, মহিলা কাউন্সিলার গোলাপী বেগম, রেবেকা সুলতানা শিল্পী, পৌর সভার প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া ,সার্ভেয়ার আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির পিতার আত্নার শান্তি কামনায় মিলাদ মাহাফিল ও বৃক্ষ রোপন করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন