প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৯:১১

দুপচাঁচিয়ার তালোড়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি:
দুপচাঁচিয়ার তালোড়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজুর সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৫আগস্ট শনিবার বাদ আসর তালোড়া রেলঘুমটি জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী তাজু, তালোড়া পৌর আ’লীগের প্রচার সম্পাদক আব্দুল জলিল শেখ, আ’লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর সাবু প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, তালোড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক এনামুল হক সরদার, আবু বক্কর সিদ্দিক, সৌরভ, তালোড়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর মন্ডল প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে