প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৯:৪৯
ক্ষেতলালে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে প্রত্যাশা সামাজিক সংগঠন কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয়
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের প্রত্যাশা সামাজিক শিক্ষানুরাগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট শনিবার বিকেলে সর্বসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলমপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বকতিয়ারা বেগম, তাহেরা বেগম, খলিলুর রহমান পটু, আব্দুল হালিম আকন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে প্রায় পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন