প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০ ১৯:৫১

জয়পুরহাটে ফেন্সিডিলসহ আটক-১

শাহাদাৎ হোসেন জয়পুরহাট:
জয়পুরহাটে ফেন্সিডিলসহ আটক-১

জয়পুরহাটে ২শ বোতল ফেন্সিডিলসহ মনোয়ার হোসেন (২২) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃত মনোয়ার হোসেন পাঁচবিবি উপজেলার মহাজেরপাড়া গ্রামের নুরুজ্জামান এর ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার এম. এম মোহাইমিনুর রশিদ জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচবিবি উপজেলার হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মনোয়ার হোসেনকে ২শ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলেও জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে