প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৪:০৮

শেরপুরে প্রতিপক্ষের হামলায় তিন দিন পর মৃত্যু

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে প্রতিপক্ষের হামলায় তিন দিন পর মৃত্যু

টানা তিন দিন বগুড়া শজিমেক হাসপাতালে হাত-পা ভাঙ্গা অবস্থায় অচেতন হয়ে পরে থাকার পর মঙ্গলবার(১৮আগষ্ট) সকালে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আব্দুল হালিম(২৬)। সে বগুড়ার শেরপুরের গাড়িদহ মধ্যপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। নিহত হালিম সাবেক স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে আওয়ামীলীগ কর্মী ছিলো বলে জানা গেছে। তবে অজ্ঞাত কারনে ঘটনার ৩দিনেও থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

জানা গেছে, উপজেলার গাড়িদহ ইউনিয়নে কোয়ালিটি ফিড ও গাড়িদহ সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ে বাঁধা সৃষ্টির ঘটনায় এই হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৪আগস্ট) বিকেলে কোয়ালিটি ফিড কোম্পানির পাশে জামুন্না স্যানাপাড়া এলাকায় আব্দুল হালিমকে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে দুষ্কৃতকারীরা। এতে হালিমের ডান হাতের ৫টি আঙুল কেটে ও ডান পা ভেংগে ফেলে গাড়িদহ বাসষ্ট্যান্ড এলাকায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত হালিমকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গত ৩দিন ধরে উন্নত চিকিৎসার অভাবে অচেতন অবস্থায় থেকে ১৮আগস্ট মঙ্গলবার সকালে মারা যায় আব্দুল হালিম। এ ঘটনায় সচেতনমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে এলাকাটি শেরপুর থানার অর্ন্তভূক্ত নয় বলে জানান তিনি। 
এ প্রসঙ্গে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে, তবে অভিযুক্তদের নামের ব্যাপারে আগামীকাল জানানো যাবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে