প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ২২:৪৪

পাঁচবিবিতে আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামে আদালতের রায় উপেক্ষা করে জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আদালত থেকে রায় দিয়ে ঢাক-ঢোল পিটিয়ে জমিতে লাল নিশান পুতিয়ে দখল দিয়ে গেলেও রায় পাওয়া জমির মালিককে জমিতে নামতে দিচ্ছিনা প্রতিপক্ষ। এমন অভিযোগ করে ভুক্তভোগী উপজেলার পানিয়াল গ্রামের মৃত আব্দুল জোব্বার প্রধানের স্ত্রী মাসুদা বেওয়া (৬০) বুধবার দুপুরে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পানিয়াল মৌজার ১৭৭ দাগের ৮০ শতক, ১৬৪ দাগের ৬৪ শতক ও ১০৯ দাগের ২ শতক জমি ২০১৯ সালের ১৭ই আগস্ট আদালত আমাদের পক্ষে রায় দিয়ে দখল দিয়ে যায়। ইতিপুর্বে জমিতে কলাগাছ লাগালে তারা কেটে ফেলে।

সেই জমিতে গত (১৪ আগস্ট) শুক্রবার আমরা ধান লাগালে মোফাজ্জল হোসেন, মোত্তালেব, কাবিল হোসেন, রোম, আজম আলী, শাহারূল ইসলাম, ফেরদৌস হোসেন, রুলি বেগম ও সুলতানা এসে আমাদের গালিগালাজ করে জমিতে আমাদের লাগানো ধান নষ্ট করে নতুন করে পুনরায় মেসি দিয়ে হালচাষ করে ধান লাগায়। একারনে বিষয়টি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি ও ন্যায় বিচার পাওয়ার আশা করছি। এবিষয়ে প্রতিপক্ষ মোফাজ্জলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালত তাদের এক পক্ষ রায় দিয়েছে। আমরা আদালতের ওই রায়ের বিরুদ্ধে আদালতে পুনরায় মামলা করেছি।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে