হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিচালক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিসহ যাত্রী পারাপার কার্যক্রম পরিচালনা করতে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। বুধবার দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের রোগ নিয়ন্ত্রন বিভাগের পরিচালক শাহনীলা ফেরদৌসির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে আসেন। এসময় তার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা অফিসের এমপিও ডা.হাসান মহিউদ্দিন, আইএইচআর এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গোলাম মোস্তফা, রোগ নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক ডা.তাহমিনা আকতার উপস্থিত ছিলেন।
পরে তিনি ইমিগ্রেশন চেকপোষ্টের অবকাঠামো পরিদর্শন শেষে কর্মকর্তা ও ভারতীয় ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর পরে তিনি হিলি স্থলবন্দরে বন্দর, কাস্টমস, স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসনের সাথে এক বৈঠকে মিলিত হোন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, ওসি ফেরদৌস ওয়াহিদ, স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন