প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০ ১২:২০

আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

অনলাইন ডেস্ক
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি

বগুড়ার আপডেট- ১৯-০৮-২০২০ এ ৩০৫নমুনার ফলাফলে ৮৪ জন শনাক্ত।। আক্রান্তের হার- ২৭.৫৪%

★ বগুড়ায় নতুন করে ৮৪জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৪২জন, নারী- ৪১জন ও শিশু একজন।

★ উপজেলাভিত্তিক- সদর উপজেলার ৬৭জন। অন্যান্য উপজেলার মধ্যে- আদমদীঘি ৩জন, দুপচাঁচিয়া ৩জন, শেরপুর ৩জন, শাজাহানপুর ৩জন, নন্দীগ্রাম এবং ধুনটে একজন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।

★ বয়সভিত্তিক বিশ্লেষণে - শিশু-একজন, ১৮-৪০ বছরের মধ্যে ২৯জন, ৪১-৫০ বছরের মধ্যে ২২জন, ৫১-৭০ বছরের মধ্যে ২৯জন এবং ৭০ বছরের উপরে ৩জন।

★ এদের মধ্যে শজিমেকের ২৯০নমুনা পরীক্ষার ফলাফলে ৭৫জন পজিটিভ এবং টিএমএসএস এ ১৫নমুনা পরীক্ষার ফলাফলে ৯জন পজিটিভ।

★ নমুনা সংগ্রহ- ৪৬৪

★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৬০২৩
মোট সুস্থ- ৪৮৮৪(নতুন ৮৭)
মোট মৃত্যু- ১৩৬(নতুন ২)
এখন করোনা রোগী আছে- ১০০৩
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।

উপরে