প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০ ২২:৩২

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে একসাথে কাজ করতে হবে- সাহাদারা মান্নান এমপি

ষ্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে একসাথে
কাজ করতে হবে- সাহাদারা মান্নান এমপি

বগুড়ার সোনাতলার উত্তর বয়ড়ায় বায়তুন নূর জামে মসজিদ এন্ড ইসলামিক কমপ্লেক্স ও জছিরন নেছা মেমোরিয়াল লাইব্রেরীর ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পরে এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন মসজিদ ও লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সেকেন্দার হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, ঢাকা মনোয়ারা অর্থপেডিক এন্ড জেনারেল হসপিটালের স্বত্তাধিকারী ডা: মনোয়ারা সুলতানা, ডা: রফিকুল হাসান খান, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, আ’লীগ নেতা আব্দুল মোমেন, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করছে। বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। উন্নত দেশ গঠনে সরকারের প্রচেষ্টা সফল করতে হবে। এলাকার সার্বিক উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।  সুধি সমাবেশ শেষে উত্তর বয়ড়ায় বায়তুন নূর জামে মসজিদ এন্ড ইসলামিক কমপ্লেক্স ও জছিরন নেছা মেমোরিয়াল লাইব্রেরীর ছাদ ঢালাই কাজের উদ্বোধন কাজের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে