প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০ ২২:৪১

ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

সত্যেন্দ্রনাথ রায়, ডোমার, নীলফামারীর প্রতিনিধি:
ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। উপজেলা পরিষদের অর্থায়নে সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয় করা হয়েছে ম্যুরালটি নির্মানে। 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়  উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহিদার রহমান মানিক, ইলিয়াছ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে