প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০ ২২:৫৬

ধুনটে ২৬ ভিক্ষুককে পুনর্বাসন করতে দোকানঘর ও ছাগল বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে ২৬ ভিক্ষুককে পুনর্বাসন করতে 
দোকানঘর ও ছাগল বিতরণ
মঙ্গলবার বগুড়ার ধুনটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫জন ভিক্ষুককে দোকান ঘর ও ২১ জন ভিক্ষুককে দুটি করে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রীর ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫জন ভিক্ষুককে দোকানঘর ও ২১ জন ভিক্ষুকের মাঝে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে দোকানঘর ও ছাগল বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

ধুনট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ হেল কাফি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে