দুপচাঁচিয়ায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
![দুপচাঁচিয়ায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জটিল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ](./assets/news_images/2020/08/25/CB20082510.jpg)
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৬টি বিশেষ রোগ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর অধীনে দুপচাঁচিয়া উপজেলার ১৪জন জটিল রোগীদের প্রত্যেককে ৫০হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৫আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাউছার রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী এসএম মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও এনডিডি বৈশিষ্ট সম্পন্ন ৩জন জটিল প্রতিবন্ধীর প্রত্যেকের মাঝে ১০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন