প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০ ২১:৪৭

শেরপুরে বৃদ্ধ, দৃষ্টি প্রতিবন্ধি এবং ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও বই-খাতা বিতরণ

শুভ কুন্ডু, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে বৃদ্ধ, দৃষ্টি প্রতিবন্ধি এবং ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও বই-খাতা বিতরণ
শুক্রবার (২৮আগষ্ট) বিকেলে বগুড়ার শেরপুরের হাপুনিয়া এলাকায় ‘হৃদয়ের চোখ’ ও “মরহুম আমজাদ হোসেন বৃত্তি প্রকল্প” এর যৌথ আয়োজনে সুবিধা বঞ্চিত অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধি ও ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও খাতা-কলম বিতরণ করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যগন।

প্রতিদিন পকেট খরচ থেকে বাচাও, অসহায় মানুষের মুখে হাসি ফোটাও, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে “হৃদয়ের চোখ” ও ‘মরহুম আমজাদ হোসেন বৃত্তি প্রকল্প’। বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকায় গড়ে উঠেছে ‘হৃদয়ের চোখ’ ও “মরহুম আমজাদ হোসেন বৃত্তি প্রকল্প” নামের দুইটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, যাদের একসঙ্গে পথচলা শুরু হয় ২০১৬ ইং- সালে। সংগঠন দুটি গড়ে ওঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন সংগঠনের মাধ্যমে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮আগষ্ট) বিকেলে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকায় “হৃদয়ের চোখ” ও মরহুম আমজাদ হোসেন বৃত্তি প্রকল্পের যৌথ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও খাতা-কলম বিতরণ করা হয়েছে। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসহায় বৃদ্ধ, দৃষ্টি প্রতিবন্ধি এবং ছিন্নমূল শিশুদের নির্বাচন করে তাদের মধ্যে এই খাদ্য সামগ্রী ও বই-খাতা বিতরণ করেন তারা।

সংগঠন দুইটির সার্বিক সহযোগিতা ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ বিল্লাহ রানা। উক্ত বিতরণী কর্মকান্ডে উপস্থিত ছিলেন, ‘হৃদয়ের চোখ’ সংগঠনের উদ্ভাবক এ্যড: ইলিয়াস উদ্দিন মিন্টু, সংগঠনের সভাপতি আবু মো: মুছা, “হৃদয়ের চোখ” ও ‘মরহুম আমজাদ হোসেন বৃত্তি প্রকল্প’র প্রতিষ্ঠাতা ও সা: সম্পাদক মো: গোলাম সরোয়ার, সংগঠনের দাতা সদস্য মো: শহিদুল ইসলাম, সহ সভাপতি মো: আসরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ মো: নজরুল ইসলাম প্রমুখ। বর্তমানে ‘হৃদয়ের চোখ’ সংগঠনের স্থায়ী সুবিধাভোগীর সংখা ৩২ জন এবং সংগঠনের দাতা সদস্য ৬ জন।উল্লেখ্য, উক্ত সংগঠন নিয়মিত ভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা ও কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মুকাবিলায় সুবিধা বঞ্চিতদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে