প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ০৫:০০
পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
আল কারিয়া পাঁচবিবি (জয়পুরহাট):
![পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু](./assets/news_images/2020/09/02/CB20090201.jpg)
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দরগাপাড়া এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী “পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ তথ্য নিশ্চিত বলেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।