জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন](./assets/news_images/2020/09/02/CB20090202.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর ম্যাধ্যমে পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম বকুল,
যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন,আইন বিষয়ক এ্যাডঃ মিজানুর রহমান,পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রায়হান উজ্বল প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জেলা যুবদলের প্রচার সম্পাদক কাজী মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান প্রমুখ। আলোচনা সভায় বিএনপি নেতাকর্মীরা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই বাক স্বাধীনতা নেই।গুম খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। মামলা হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন নেতা কর্মীরা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন