প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২০ ২২:৪৪
বগুড়ায় ৩ শিশুসহ ৩৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত
অনলাইন ডেস্ক
![বগুড়ায় ৩ শিশুসহ ৩৭ জনের
দেহে করোনা ভাইরাস শনাক্ত](./assets/news_images/2020/09/05/CB20050901.jpg)
বগুড়ায় নতুন করে আরো ৩জন শিশুসহ ৩৭জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হলো ৬ হাজার ৮৮৩ জন। নতুন করে ৪১ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হলেন ৫ হাজার ৮৪২ জন। শনিবার নতুন করে কেউ করোনায় মারা যায়নি।
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২১জন, নারী ১৩জন ও শিশু রয়েছে ৩জন। আর জেলা সদর উপজেলায় ২৯ জন, শাজাহানপুর ৪জন, আদমদীঘি ২জন এবং সোনাতলা ২জন আক্রান্ত হয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৮২ নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪ জন পজিটিভ এবং টিএমএসএস এ ১১ নমুনা পরীক্ষার ফলাফলে ৩জন পজিটিভ হয়। সরকারিভাবে এখন পর্যন্ত জেলায় মারা যাওয়ার সংখ্যা ১৬০ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন