প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৪
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক
![আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি](./assets/news_images/2020/09/06/CB-Braking.jpg)
বগুড়ার আপডেট- ০৫-০৯-২০২০ এ ২০৯ নমুনার ফলাফলে ৩০ জন শনাক্ত।। শনাক্তের হার- ১৪.৩৫%
★ বগুড়ায় নতুন করে ৩০জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ২২জন, নারী- ৮জন।
★ উপজেলাভিত্তিক- সদর উপজেলার ২৫জন। অন্যান্য উপজেলার মধ্যে- শাজাহানপুর ৩জন এবং শিবগঞ্জ ২জন করে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
★ এদের মধ্যে শজিমেকের ১৮৮নমুনা পরীক্ষার ফলাফলে ২১জন পজিটিভ এবং টিএমএসএস এ ২১নমুনা পরীক্ষার ফলাফলে ৯জন পজিটিভ।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৬৯১৩
মোট সুস্থ- ৫৮৮৩(নতুন ৪১)
মোট মৃত্যু- ১৬০(নতুন ০)
এখন করোনা রোগী আছে- ৮৭০
সূত্র- ডা. ফারজানুল ইসলাম, সিভিল সার্জন অফিস, বগুড়া।