ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা এবং ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকলাই, ৫ কেজি পটাশ ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধুনট উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রনি, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দিপ্তী রানী রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন