প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:১০
আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি
অনলাইন ডেস্ক
![আজকের করোনা ও বগুড়া পরিস্থিতি](./assets/news_images/2020/09/17/CB-Braking.jpg)
বগুড়ার আপডেট- ১৬-০৯-২০২০ এ ৩০৭ নমুনার ফলাফলে ৩০জন শনাক্ত।। শনাক্তের হার- ৯.৭৭%।। মৃত্যু- ২জন।। সুস্থ- ৪৩জন।।
★ উপজেলাভিত্তিক- সদরে ২৪জন, গাবতলী ৩জন, আদমদীঘি ২জন এবং কাহালুতে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
★ এদের মধ্যে শজিমেকের ২৯৮নমুনা পরীক্ষার ফলাফলে ৩০জন পজিটিভ এবং টিএমএসএস এ ৯নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলো নেগেটিভ।
★ এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৭২৬৪
★ মোট সুস্থ- ৬৩১১(নতুন ৪৩)
★ মোট মৃত্যু- ১৭৫(নতুন ২)
★ এখন করোনা রোগী আছে- ৭৭৮
সূত্র-সিভিল সার্জন অফিস, বগুড়া।