প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:৫৪

গোবিন্দগঞ্জে সাম্য এলপিজি গ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে সাম্য এলপিজি গ্যাস
ফিলিং স্টেশন উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাম্য এলপিজি গ্যাস ফিলিং স্টেশন এ্যান্ড কনভার্সন সেন্টার'এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।গত ২৬ সেপ্টেম্বর বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া মোড়ের উত্তর পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন 'সাম্য এলপিজি গ্যাস ফিলিং স্টেশন এ্যান্ড কনভার্সন সেন্টার' এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় ডিপুটি স্পিকার এ্যাড,ফজলে রাব্বী মিয়া এমপি।

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও তার পতœী দিল আফরোজ সুইটি উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ,আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন, থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, কোচাশহর ইউপি সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে