প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০২:০০

বগুড়ায় স্মার্টফোন না পেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় স্মার্টফোন না পেয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে বাবার কাছে স্মার্টফোন চেয়ে না পেয়ে সাব্বির হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাব্বির হোসেন উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। রবিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেনের বাবা একজন ভ্যান চালক। সাব্বির তার বাবার কাছে একটি স্মার্টফোন কিনে চেয়েছিল। কিন্তু দারিদ্রতার কারনে ছেলের আবদার মেটাতে না পারায় অভিমানে নিজ বাড়ির বারান্দার তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্মার্টফোন কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে সাব্বিরের বাবা-মা জানিয়েছেন। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে সঠিক কারন জানা যাবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে