প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:০৭

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় শাহ সুলতান কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় শাহ সুলতান 
কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনির সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অমিত পোদ্দার, মেহেদী হাসান, রিয়াল, ইলিয়াস, গোলাম রব্বানী, রিমন, শাহাদৎ, রবিউল, সোয়েব, ইউসুফ, ওমর ফারুক, রাব্বি, শুভ প্রমুখ। ছাত্রনেতা জাকিউল আলম জনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয় সারাবিশ্ব বিশে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা একমাত্র সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলেই। বঙ্গবন্ধুকণ্যা আজ শুধু বাংলাদেশের গর্ব নয়, সারাবিশ্বের গৌরব তিনি। তাই তার জন্মদিনে কলেজ ছাত্রলীগের সকল সদস্যদের অংশগ্রহণে তার সুস্থতা এবং সাফল্য কামনা করে বৃক্ষরোপণ কর্মসূচীর পর বিশেষ দোয়া মাহফিলও আয়োজন করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে