প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:১৯

গোবিন্দগঞ্জে গৃহবধুকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে গৃহবধুকে পানিতে 
চুবিয়ে হত্যার চেষ্টা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে গৃহবধুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানী সহ বাড়ীর দরজা জানালা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাই বাতাইল গ্রামের ছমেছ উদ্দিনের ছেলে আতাউর রহমান মন্ডলের সহিত প্রতিবেশী মৃত তছু এর পুত্র ফরিদুল ইসলামের পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে গত ২৬ সেপ্টেম্বর ফরিদুল ও তার স্ত্রী, ছেলে এবং মেয়েসহ অজ্ঞাত নামা কয়েকজন আতাউরের বাড়ীতে ঢুকে আতাউরের স্ত্রী মেরিনা বেগমকে বেধরক মারপিট ও পুকুরে চুবিয়ে ধরে শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে ফরিদুলসহ তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করে। 

অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন জনের নিকট জিজ্ঞাসাবাদ করে ফিরে আসে। এরপর থানায় ফেরৎ আসতে না আসতেই ফরিদুল ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে পূর্ণরার আতাউরের বাড়ীতে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর করে এবং দেখে নেয়া হবে বলে হুমকি ধামকি প্রদান করে। এতে আতাউর ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে বলে আতাউর জানান। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে