প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫

বাঙালির আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা

-মঞ্জুরুল আলম মোহন
ষ্টাফ রিপোর্টার
বাঙালির আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা

বাঙালির আশার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা, মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহন। এ সময় তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিক মুক্তির পথে বহমান। খাদ্য বিতরণের সময় তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, যুবলীগ নেতা সেতু খন্দকার, উজ্জ্বল শেখ, মাহবুবুর রহমান পিটু, মশিউল আলম দীপন, রতন সিং, রেজাউল করিম খোকন, জাহিদ হেলাল সনি, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দীক রাসেল, ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান, সিদ্ধার্থ কুমার দাস, মিল্লাত হোসেন, নাফিস শুভ, তানজিম, রাকিব, মিঠু সহ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে