প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩৪

বগুড়ায় যুবদল নেতা সিপারকে দল থেকে বহিস্কার করা হলো

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় যুবদল নেতা সিপারকে
দল থেকে বহিস্কার করা হলো

বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সিপার আল বখতিয়ারকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডঃ সাইফুল ইসলাম জানান, দলীয় শৃঙ্খল ভঙ্গের দায়ে জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারকে কেন্দ্রীয়ভাবে বহিস্কার করা হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড: রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ২৮ সেপ্টেম্বর এক পত্রের মাধ্যমে এই বহিস্কার করার কথা বলা হয়। ওই পত্রে বলা হয় দলীয় শৃঙ্খল পরিপন্থি কার্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র ধারা মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

পত্রটির অনুলিপি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক/সিনিয়র যুগ্ম আহবায়ককে প্রেরণ করা হয়েছে।জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বগুড়া শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে একদল যুবক হট্টগোল ও চেয়ার ছুঁড়াছুঁড়ি করে সভা পন্ড করার চেষ্টা করে। অভিযোগ উঠেছে ওই যুবকরা সিপার আল বখতিয়ারের পক্ষ থেকে এমন ঘটনা ঘটিয়েছিল।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে