প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৩
বগুড়ায় করোনায় আক্রান্ত ১৬ মৃত্যু ২
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় করোনায়
আক্রান্ত ১৬ মৃত্যু ২](./assets/news_images/2020/09/30/CB-Braking.jpg)
বগুড়ায় করোনা ভাইরাসে নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত সংখ্যা কমলেও মারা গেছে আরো দুইজন। এনিয়ে জেলা মোট মৃত্যু হলো ১৮৩ জনের। নতুন ১৪ জন নিয়ে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৭৩৬ জন।
বুধবার বগুড়া সিভিল সার্জন অফিস সুত্রে জানানো হয়েছে, জেরায় নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জনই বগুড়া সদর উপজেলার। তাদের মধ্যে শজিমেকের ১৯৩ নমুনা পরীক্ষার ফলাফলে ১৫ জন পজিটিভ এবং টিএমএসএস এ ৮ নমুনা পরীক্ষার ফলাফলে একজনের পজিটিভ হয়। জেলায় এখন করোনা রোগী আছে ৭০৫ জন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন