প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০ ২৩:১৭

পীরগঞ্জের ওসি সরেস চন্দ্র একজন সফল পুলিশ কর্মকর্তা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জের ওসি সরেস চন্দ্র একজন সফল পুলিশ কর্মকর্তা

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র  একজন সফল পুলিশ কর্মকর্তা। একটি পুলিশ থানাকে কিভাবে আলোয় নিয়ে আসতে হয় দেখিয়েছেন। থানা যে কোন ভয়ংকর স্থান নয়, পুলিশ কোন আতংক নয় পীরগঞ্জ থানার (ওসি) সরেস চন্দ্র জনগণের কাছে উপস্থান করতে সক্ষম হয়েছেন। থানা শুদ্ধতার স্থান, পুলিশ জনগণের বন্ধু, এটাই প্রমান করতে চেষ্টা করছেন পীরগঞ্জ থানার (ওসি) পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র। কর্মদক্ষতা, আন্তরিকতা, ভালোবাসা, সুব্যবহার ও আতিথেয়তায়।

পীরগঞ্জ থানাকে এর আগেও উপজেলাবাসী প্রত্যক্ষ করেছেন। দেখেছেন থানা কত নির্দয়ের স্থান হতে পারে। মানুষের সেই ধারনা ভেঙ্গে দিয়েছেন তিনি আন্তরিক সেবায়। ভূল প্রমাণ করে আজ তার আমূল পরিবর্তন করেছেন। কর্মস্থলে যোগদান করেই পীরগঞ্জ উপজেলা মানুষের নিকট একজন মানবতাবাদী পুলিশ অফিসার হিসাবে সর্ব মহলে প্রশংশিত হয়েছেন। পীরগঞ্জ থানায় যোগদানেরপর থেকে থানা এলাকার ছিচকে চোর, মাদক ব্যবসায়ী, টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম  অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছেন। পীরগঞ্জবাসীকে এখন পুলিশী সেবা পেতে দূর্ভোগ পোহাতে হয় না। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মক্ত করেছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র দায়িত্ব গ্রহণ করার পর থেকে ঘুষ, দূর্নীতি মুক্ত, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা কর্তব্যনিষ্ঠা, সততা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জরুরী ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে একজন করে দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বৃদ্ধি, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন সামনে থেকে। দীর্ঘদিনের ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, রাস্তায় ছিনতাই বন্ধে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার, জুয়া বন্ধে অভিযান পরিচালনা করে তা নিয়ন্ত্রনের চেষ্টা অব্যাহত রেখেছেন।

উপজেলাবাসীকে  নন-স্টপ (বিরামহীন) সেবা দিয়ে পীরগঞ্জের একজন দক্ষ মানবতাবাদী পুলিশ কর্মকর্তা হিসাবে সাধারন মানুষের মনের মধ্যে স্থান করে নিয়েছেন  তিনি। এই কাজ সমূহ করার উৎসহ যোগিয়েছেন রংপুরের সুযোগ্য পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পীরগঞ্জ থানার গত ৩০ দিনে গুরুত্বপূর্ণ কর্মকান্ড পাঠকদের জন্য তুলে ধরা হলো ৭টি মাদক মামলায় ৯ জন ব্যবসায়ীকে গ্রেফতারসহ ৪৫০ পিচ প্যাথডিন ইনজেকশন উদ্ধার। ২১২ পিচ ইয়াবা, ১৩ বোতল ফেন্সিন্ডিল, ৩৬৫ গ্রাম গাঁজা, অর্ধশত লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার।

গত ৭ আগষ্ট পীরগঞ্জ বাস-স্ট্যান্ডে দিন-দুপুরে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামী গ্রেফতার ও তার স্বীকার উক্তি মূলক জবান বন্দি অনুযায়ী হত্যা কাজে ব্যবহরিত ছুরি রক্ত মাখা জামা উদ্ধার। পৌরসভাসস্থ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতী মামলার ৫ জন ডাকাত গ্রেফতার, জেসমিন আক্তার নামে এক কিশোরীকে অপহরণ ও তাকে উদ্ধার করে আসামীকে গ্রেফতার, ৩টি ধর্ষন মামলার এজাহার নামীয় ৫জন আসামীকে গ্রেফতার, বিভিন্ন চুরি মামলার ১৬ জন চোর ও চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল অন্য উপজেলা থেকে উদ্ধার।

ঢাকা সাভার থেকে ইজিবাইক চুরি করে পীরগঞ্জে আনার দায়ে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার ও ২ জনকে গ্রেফতার। জিডি মূলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এন্ড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর। ছোট-ছোট অভিযোগ সমূহ মামলা না করে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে প্রসংশিত হয়েছেন উপজেলার সর্বমহলে। পীরগঞ্জ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ কালে ওসি সরেস চন্দ্র বলেন- মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

পুলিশ বাহিনীতে যত দিন কর্মরত আছি, তত দিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন কওে যাব। আমি মানবতা ও মানবিক দৃষ্টি কোন দিয়ে মানুষের কল্যাণে কাজ করেতে চাই। কোন পুলিশ সদস্য অপকর্ম করছে বলে আমাকে জানালে উদ্ধর্তন কর্তৃপক্ষের  সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আমি ৯ অক্টোবর/২০১৮ইং তারিখে পীরগঞ্জ থানায় যোগদান করেছি, ইতিমধ্যে বেশ কয়েক জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে, পূর্বের যে কোন সময়য়ের চেয়ে পীরগঞ্জে অপরাধ প্রবণতা কমে গেছে, এটা আমাদের বিরাট সাফল্য।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে