প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০ ০৬:০৮
বগুড়ায় সিআইডি কর্তৃক নারী নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার
![বগুড়ায় সিআইডি কর্তৃক নারী নির্যাতন মামলার পলাতক আসামী গ্রেপ্তার](./assets/news_images/2020/10/25/CB20102510.jpg)
বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ কাউছার শিকদার এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবালের তত্বাবধানে দীর্ঘদিন পলাতক থাকা নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় আসামীকে ২৪অক্টোবর জেলার ধুনট থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার ঘটনারদিন সিআইডির টিম সহ অভিযান চালিয়ে ধুনট থানার কৈয়াগাড়ী গ্রামের সাইদুর রহমান শামীমের ছেলে ধুনট থানার ২০১৯সালের সালের ২৩এপ্রিলে দায়েরকৃত ২১নম্বর মামলার এজাহার নামীয় আসামী পলাতক হৃদয় হাসান(২৩)কে গ্রেপ্তার করেছে। বগুড়া সিআইডির সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল মুঠোফোনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় পলাতক আসামী হৃদয় হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন