প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০ ২০:০৭
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো শিক্ষিকা
সুমন কুমার সাহা জয়পুরহাট:
![মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো শিক্ষিকা](./assets/news_images/2020/10/25/CB20102516.jpg)
জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। । নিহত নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তাবসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান জানান, নুরজাহান বেগম জয়পুরহাট শহর থেকে ছেলের সাথে মোটরসাইকেলযোগে আক্কেলপুরে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।