প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২০ ১৭:৫৮

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে বিএনপির আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে বিএনপির আলোচনা সভা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাবেক জেলা বিএনপির সহ সভাপতি ফজলুর রহমান,আমিনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক,  জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট,সহ সভাপতি আবু রায়হান উচ্চল প্রধান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ।  

বক্তারা বলেন, আজকের এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ এর পূর্বে দেশে যে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল। আজকে আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমরা আজকে শপথ নিয়েছি, গণতন্ত্রকে উদ্ধার করবো, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করবো ইনশাল্লাহ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে অংশ নেন।বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে