প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ২৩:১৬
৩৮ টি দেশের ৪১৯ টি চলচ্চিত্র নিয়ে শুরু হলো cineMaking International Film Award ২০২০ প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ৫০ জন কিউরেটর, ২০ জন প্রোগ্রামার ও ৫ জন জুরীর সম্মিলিত প্রচেষ্টায় ১২০ টি চলচ্চিত্র মনোনয়ন পাবে Cinemaking International Film Festival 2020 এ। Dhaka Festival এর আয়োজনে উৎসব টি অনুষ্ঠিত হবে ডিসেম্বর ২০২০, ঢাকায়। সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নমিনেশন পেতে হলে সিনেম্যাকিং এ্যাওয়ার্ড অর্জন করতে হয়।আমরা চাই মান সম্মত সিনেমা বিশ্বব্যাপী প্রচারিত হয়ে মানব জীবনে অবদান রাখুন।