প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ২৩:৩২
জয়পুরহাটে নারী মাদক কারবারিসহ আটক ২
সুমন কুমার সাহা জয়পুরহাট:
![জয়পুরহাটে নারী মাদক কারবারিসহ আটক ২](./assets/news_images/2020/11/12/CB20111203.jpg)
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৬৪বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় উপজেলার নওদা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আলমগীর হোসেন (৩২), ও শালবাগান গ্রামের মামুনুর রশিদের স্ত্রী রিনা বেগুম (৩৫)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম.মোহাইমেনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলো। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন