প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০ ২১:১১

মুজিববর্ষে সেনাবাহিনীর সদস্যদের সাইক্লিং এক্সপেডিশন দল বগুড়ায়

ষ্টাফ রিপোর্টার
মুজিববর্ষে সেনাবাহিনীর সদস্যদের 
সাইক্লিং এক্সপেডিশন দল বগুড়ায়

মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনী আয়োজিত “সাইক্লিং এক্সপেডিশন” ২০২০ এর অংশ হিসাবে সেনাবাহিনীর সদস্যরা বগুড়া শহর অতিক্রম করেছে। প্রায় ১০০ সেনা সদস্য দেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা শুরু করেছে। গত ৮ নভেম্বর পঞ্চগড় জেলার বাংলাবান্ধা থেকে যাত্রা শুরু হয়। দলটি শুক্রবার রংপুরের পীরগঞ্জে অবস্থান করার পর শনিবার সকালে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। শনিবার বিকাল সাড়ে ৩ টায় বগুড়া শহরের মাটিডালী দিয়ে প্রথম বাইপাস রোডে প্রবেশ করে। তারা বগুড়ায় প্রবেশের সময় রাস্তার ধারে জনতা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানায়।

বিকালে বগুড়া সেনানিবাসে প্রবেশ করার সময় তাদের অভ্যর্থনা জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া মেজর জেনারেল নাজমুল হাসান, এনডিসি, পিএসসি। এ সময় বগুড়া সেনানিবাসের উর্ধতন অফিসারবৃন্দ উপস্তিত ছিলেন। তারা মঙ্গলবার আবারও টেকনাফের উদ্দেশ্য রওনা হবেন। প্রায় ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামী ৫ ডিসেম্বর দলটি টেকনাফে পৌঁছাবে বলে জানা গেছে। টেকনাফেই সাইক্লিং এক্সপেডিশনের সমাপনী হবে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে