নিয়ামতপুরে দুই ক্লিনিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে দুটি ক্লিনিকের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিলুফা সরকার জানান, আমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার দুটি ক্লিনিকে অভিযান পরিচালনা করি। লাইসেন্স না থাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় উপজেলা সদরের নূরেছা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ত্রিশ হাজার টাকা এবং নিরাময় ক্লিনিকের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মালিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজাররা অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর মামুনুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান হাবিব।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন