প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০ ১৯:৫৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা হান্নান খানের ইন্তেকাল

ষ্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা হান্নান খানের ইন্তেকাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক(আইজিপি পদমর্যাদা) বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান খান পিপিএম(৭৭) ২৯নভেম্বর দুপুর সাড়ে ১২টায় ঢাকার সিএমএইচ-এ করোনারোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.............রাজেউন)। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী রাজাকার আলবদরদের বিরুদ্ধে এক সাহসী ও লড়াকু যোদ্ধাকে হারালেন। আর জাতি হারালেন এক অকুতভয় বীরমুক্তিযোদ্ধাকে। যিনি সারাজীবন পাকহানাদারদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে গেছেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় কোথায় দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত তদন্ত সংস্থাকে জানানো হয়নি। তাঁর মৃত্যুতে দুপচাঁচিয়া উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান  ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার(দপ্তর) ও দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, আদমদীঘি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী আবির উদ্দিন খান, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল, সামছুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী সাংবাদিক এম, সরওয়ার খান, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে