প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৮:৫২

গোবিন্দগঞ্জে বসতবাড়ীর সীমান নিয়ে সংঘর্ষে শ্লীলতাহানীসহ আহত-৪

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে বসতবাড়ীর সীমান নিয়ে সংঘর্ষে শ্লীলতাহানীসহ আহত-৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হওয়ায় থানায় মামলা।মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী (মুন্সিরহার) গ্রামের মৃত ওমর আলীর ছেলে নজরুল ইসলাম (৪২) এর সহিত প্রতিবেশী মৃত আছর উদ্দিনের ছেলে আফছার আলী (৬০) এর দীর্ঘ দিন যাবৎ বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের কারনে আফছার আলীসহ তার লোকজন নজরুল ইসলামের লোকজনকে বিভিন্ন সময় নানা প্রকার হুমকি প্রদর্শন করে আসত। এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর অনুমান ৬ টার সময় আফছার আলী ,ছেলে বেলাল মিয়া,আকতার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম, জাফু মিয়া,মা জেলেখা বেগম, সাদারানীসহ অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিত ভাবে দেশীও অস্ত্র নিয়ে বাড়ীতে এসে অকথ্যভাষায় গালি গালাজ করতে থাকে। এতে নজরুল ইসলাম তাদেরকে বাঁধা দিলে তারা অর্তকিত হামলা করে মহিলাদের শ্লীলতাহানীসহ মারধরে ৪ জন আহত হয়।  আহতরা হল নজরুল ইসলাম, মাফুজা বেগম, আয়নুল হুদা ও আল-আমিন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক মেডিকেল অফিসার মাফুজা বেগমের অবস্থা গুরুত্বর হওয়ায় বগুড়া স.জি.মে.ক হাসপাতালে প্রেরণ করে।অন্য দিকে আফছার আলী প্রতিবেশী মৃত রাজা মিয়ার ছেলে আনোয়ার হোসেন বিটুকে বাবার মত লাশ করার হুমকি প্রদান করেন। এ বিষয়ে নজরুল ইসলাম বাদী হয়ে আফছার আলী ,ছেলে বেলাল মিয়া,আকতার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম, জাফু মিয়া,মা জেলেখা বেগম, সাদারানীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে ২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ থানায় ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৩৮০/ ৩৫৪/ ৫০৬ ও ১৮৬০ সালের পেনাল কোড ১১৪ ধারায় ৪/৬৩৫ নং মামলা দায়ের করেছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে