বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুর এর প্রতিবাদে জয়পুরহাটে যুবলীগের বিক্ষোভ মিছিল
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে জয়পুরহাটে সদর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেখানে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর এর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওলিউজ্জামান বাপ্পির সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাসানুল ইমাম রবিন, সুমন মিয়া, গৌতম মজুমদার বাপন, সাঈদুর রহমান সাঈদ, বাদশা চৌধুরী, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিটলু, মোস্তফা মেহমুদ তমাল, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অধিকারী, সাজিদ রাব্বি রাহাত, শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইজাহারুল ইসলাম ডাবলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের কোন স্থান নেই, যুবলীগ রাজপথ থেকেই গড়ে উঠেছে নতুন করে রাজপথে নামার কিছু নেই। মৌলবাদী, ধর্মব্যবসায়ী ও বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের উদ্যেশে তারা আরো বলেন যুবলীগকে রাজপথে নামতে বাধ্য করাবেন না, দেশের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চাইলে যুবলীগ ঘরে বসে থাকবে না, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙ্গে আপনারা যে ধৃষ্টতা দেখিয়েছেন তার কঠোর জবাব দেওয়া হবে। একই সাথে রাজপথে থেকে থেকে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে দেশের মাটি থেকে বিতারিত করা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন