প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২০ ২৩:৩৮

বগুড়ায় অ্যাপসের মাধ্যমে আমন ধান ও চাল ক্রয় শুরু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অ্যাপসের মাধ্যমে
আমন ধান ও চাল ক্রয় শুরু

বগুড়ায় অ্যাপসের মাধ্যমে আমন ধান ও চাল ক্রয় শুরু হয়েছে। রোববার সকালে বগুড়া সদর উপজেলা খাদ্যগুদাম চত্বরে অ্যাপসের মাধ্যমে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল মজিদ, বগুড়া সদর এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন, বগুড়া সদরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মোঃ কুদরত-ই-আযম সুমন, নামুজা এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ। বগুড়া সদরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১৪ মেট্রিক টন। চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৯৪২ মেট্রিক টন। 

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম জানান, বগুড়ায় এবার ৫০ হাজার ২৩২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। জেলায় এবার ৩৭ টাকা কেজি দরে চাল ৪৮ হাজার ২৪১ মেট্রিক টন সেদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৯১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ১১ হাজার ৭৯২ টন ধান সংগ্রহ করা হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই ধান ও চাল সংগ্রহ অভিযান চালু থাকবে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে