প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০ ২১:৫২

বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক গ্রেপ্তার

বগুড়া শহরে প্রতারণাকালে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক হলো জেলার দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন। বগুড়া সদর থানার উপ পরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার উপ পরিদর্শক সোহেল রানা জানান, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি এসময় পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অশালীন কথা বলতে থাকে। এক পর্যায়ে নিজেকে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করে প্রতারক অভি তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে এক সময় প্রতারক অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতারণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের  পরিচয়দানকারী প্রতারক অভিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে