প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০ ০০:৪৫

ফসলি জমি রক্ষায় শেরপুরে ভ্রাম্যমান আদালত অব্যাহত।

ষ্টাফ রিপোর্টার
ফসলি জমি রক্ষায় শেরপুরে ভ্রাম্যমান আদালত অব্যাহত।

রবিবার দিনভর জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসারা , কুসুম্বী ইউনিয়নের আমন, টুনিপাড়া, গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া, শাহ বন্দেগী ইউনিয়নের ঘুটু বটতলা সহ উচরং এর বিভিন্ন স্থানে ফসলি জমি রক্ষায় এবং অবৈধভাবে মাটিকাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা শারমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে শেরপুর থানা পুলিশ এর সহায়তায় "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" অনুসারে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের উচরং এলাকার প্রাক্তন শিক্ষক শফিকুল ইসলামকে পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়,শফিকুল ইসলাম বগুড়া জেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার আত্মীয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন স্থান থেকে অন্তত পাঁচটি (০৫) খননযন্ত্র জব্দ করে স্থানীয় চেয়ারম্যানদের জিম্মায় রাখা হয়েছে বলে আদালত সুত্রে জানা গেছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে