প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০৩
জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জয়পুরহাট ব্যুরোঃ
![জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত](./assets/news_images/2020/12/15/CB20121502.jpg)
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার পাগলা দেওয়ান বধ্যভূমি ও সকাল ১০ টায় কড়ই- কাদিপুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
পরে স্মৃতিস্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন