প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০৭

নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

বেদনাবিধূর শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদরের স্থানীয় বাসষ্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মামুন হোসেন, ইব্রাহিম আলী, আবু নোমান, মোতাহার হোসেন, খায়ের আলী, আরাফাত রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, যুবলীগ নেতা সুজন আহমেদ, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আল জাহিদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে