প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০ ০১:১২

মহান বিজয় দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মসূচী

খবর বিজ্ঞপ্তির
মহান বিজয় দিবসে বগুড়া জেলা
আওয়ামী লীগের কর্মসূচী

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সোয়া ৮ টা থেকে পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসুচিতে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচী নিশ্চিত করেছেন নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে